শার্টের বিভিন্ন পার্টস এবং পয়েন্টস
আধুনিক যুগে নিজেদের লাইফ স্টাইলে পরিবর্তন আনতে গিয়ে আমরা নিত্যনতুন ডিজাইনের শার্ট পরিধান করি এবং শার্ট আমাদের লাইফ স্টাইলের একটি গুরত্বপূর্ণ অংশ। এই শার্ট তৈরীতে শরীরের বিভিন্ন অংশের মেজারম্যান্ট নিয়ে তারপর প্যাটার্ন তৈরী করতে হয়। তারপর উক্ত প্যাটার্ন অনুযায়ী ফেব্রিক্স কাটিং করে পাওয়া যায় শার্টের বিভিন্ন অংশ এবং সে অংশগুলো সেলাই করার পর পাওয়া যায় শার্ট । শার্ট তৈরী হয়ে গেলে তার মধ্যে সৃষ্টি হয় বিভিন্ন পয়েন্টস। আজকে আমরা জানবো শার্টের বিভিন্ন অংশ এবং এর পয়েন্টস গুলো সম্পর্কে ।
❄ নিম্নে শার্টের বিভিন্ন পার্টস এবং পয়েন্টস ছবিসহ বর্ণনা করা হল ঃ
১/ কলার
২/ কলার ব্যান্ড
৩/ স্লীভ
৪/ কাফ্
৫/ আপার গ্যাম্বল / প্লাকেট
৬/ লোয়ার গ্যাম্বল / পাইপিন
৭/ ইয়োক্
৮/ ফ্রন্ট পার্ট রাইট
৯/ ফ্রন্ট পার্ট লেফ্ট
১০/ ব্যাক পার্ট
১১/ পকেট
১২/ পকেট ফ্লাপ
১৩/ টপ সেন্টার / বক্স প্লেট / ফ্রন্ট প্লাকেট
১৪/ কলার লীফ্ / লাইন
১৫/ কলার পয়েন্ট
১৬/ কলার ব্যান্ড ডেপথ্ট
১৭/ নোচ্ পয়েন্ট
১৮/ আন্ডার আর্মহোল পয়েন্ট
১৯/ বাটন হোল
২০/ গাজেট
২১/ সাইড সীম
২২/ বটম হেম্
২৩/ নেক ড্রপ
২৪/ ওপেনিং
২৫/ সেন্টার ফ্রন্ট
২৬/ সেন্টার ব্যাক
২৭/ সাইড প্লীট
২৮/ স্লিট
২৯/ ডার্ট
৩০/ আর্মহোল
৩১/ লুপ / হুক
কোন মন্তব্য নেই