কোয়ালিটি কন্ট্রোল টুলস কি?
৭টি বেসিক কোয়ালিটি কন্ট্রোল টুলস যেগুলো আমাদের সাহায্যে করে কোয়ালিটি সম্পর্কীয় সমস্যার সমাধান , ডাটা কালেকশন , বিশ্লেষণ , মূল কারণ সনাক্তকরণ এবং ফলাফল পরিমাপ করতে। এটি গুনগত মান সম্পর্কীয় সমস্যা সমাধানের সর্বোচ্চ কৌশল হিসেবে বিবেচিত। উৎপাদন প্রক্রিয়া সমুন্নত রাখতে প্রয়োজনীয় সহায়তা করে এবং সমস্যার মূল কারণ চিহ্নিতকরণে ও দূরীকরণে অত্যান্ত কার্যকরী ভূমিকা পালন করে।
👉কোয়ালিটি কন্ট্রোল টুলস মূলত ৭টি
১/ Cause and Effects Diagram / কারন এবং প্রভাব ডায়াগ্রাম ঃ এটিকে Fishbone Diagram ও বলা হয় কারণ ডিজাইন করা হয়েছে Fishbone এর মত করে। এটি ব্যবহার করা হয় ডিফেক্ট এর কারণ গুলো খুজে বের করা এবং প্রাথমিকভাবে ডিফেক্টগুলো কি কারণে হচ্ছে তা সনাক্তকরনে। অর্থ্যাৎ যে সমস্যা গুলোর উপর আমরা সমাধান খুজছি তার সম্ভাব্য কারণসমূহ খুজে বের করার জন্য।
২/ Flow Chart /ফ্লো-চার্ট ঃ এটি এক ধরনের ডায়াগ্রাম যেখানে আমরা ব্যবহার করি কোন প্রসেস এর বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বক্স আকারে বিভিন্ন এরো চিহ্ন দিয়ে তুলে ধরি।মূলত একটি ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য বেশী কার্যকর।
৩/ / Check Sheet / চেক শীট ঃ চেক শীট হল একটি সাধারন ডকুমেন্ট যেটি ব্যবহার করা হয় সঠিক সময়ের ডাটা কালেকশনের জন্য যেখানে ডাটা তৈরী হয়। চেক শীটের আসল উদ্দেশ্যে কর্মসম্পাদনের সময় সমাস্যাগুলোর তথ্য সংগ্রহ করা।
৪/ Control Chart / কন্ট্রোল চার্ট ঃ এটি একটি লাইন গ্রাফ যেখানে আমরা সময়ের পরিবর্তন এর ব্যবধান এর সাথে প্রসেস গুলোর পরিবর্তন ও দেখতে পায়।আমাদের প্রসেস গুলো কিভাবে কিরকম চলছে।এর অর্থ এই যে প্রসেস গুলো কন্ট্রোলে আছে কি নেই এবং প্রোডাক্ট এর কোয়ালিটি লেভেলের নিশ্চয়তার তথ্য ইনডিকেট করে কন্ট্রোল চার্ট।
৫/ Pareto Chart / পারিটো চার্ট ঃ এটি একটি বার চার্ট যেখানে আমরা অগ্রাধিকার দেয় কোন কাজকে এবং তা সাজায় অধঃক্রমে। এই চার্ট বারে যে কারনটির মাত্রা বেশী তা সনাক্ত করা যায় সহজে।
৬/ Histogram / হিষ্টোগ্রাম ঃ এটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য প্রদর্শন করে , এটাকে আবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনও বলা হয়। কারন যে কোন প্রদত্ত মানের সংঘটিত ফ্রিকোয়েন্সি বারটির উচ্চতা দ্বারা উপস্থাপিত হয়।
৭/ Scatter Diagram / স্ক্যাটার ডায়াগ্রাম ঃ স্ক্যাটার ডায়াগ্রাম হল একটি টুল যার মাধ্যমে দুটি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক চর্চা করতে ব্যবহৃত হয়।
কোন মন্তব্য নেই