লোগো কি?

লোগোঃ-  লোগো হল কোন প্রতীক , চিহ্ন , শব্দ , অক্ষর , ছবি বা উল্লেখিত শব্দগুলোর সংমিশ্রন যা কোন প্রতিষ্ঠানের কার্য , উদ্দেশ্য , ব্রান্ড ও বৈশিষ্ট্য প্রকাশ করে। একটি প্রতীকী ছবি লক্ষ শব্দের চেয়েও শক্তিশালী ।বিশ্বে অনেক পুরোনো এবং প্রতিষ্ঠান গুলোকে আমরা শুধুমাত্র তাদের লোগো দিয়ে চিনে নিতে পারি খুব সহজে। কোন কোম্পানী কোন ধরনের সেবা নিয়ে কাজ করে তা তাদের লোগো দেখে অনেকটা অনুমান করা যায়।লোগো খুব সহজে গ্রাহকের মনে জায়গা করে নিতে পারে। পোশাক শিল্পে আমরা বায়ারদের বিভিন্ন ধরনের লোগো দেখতে পায় যেগুলো আমরা ট্রিমিংস , এক্সেসরিজ বা উপকরন হিসেবে চিহ্নিত করে থাকি। লোগোর সাথে অনেক মনস্তাত্তিক  বিষয় জড়িত থাকে যেমন এডিডাচ ৬৮-৬৯ বছর আগে যাদের জন্ম Adolf Dassler হাত ধরে তার নামের Adolf এবং Dassler এক করে ঠিক করেন “ADDAS" কিন্তু এই নামে আরেকটি প্রতিষ্ঠান থাকার কারনে শেষ পর্যন্ত তিনি ”ADIDAS নামটি নামটি নির্বাচন করেন।


১/ ব্রান্ড মার্কস ঃ- এটি এমন একটি লোগো যা একটি গ্রাফিক্যাল প্রতীক ,শেপ বা  আইকন দ্বারা গঠিত যেমন আমরা নাইকি , এডিডাচ ,টুইটার , অ্যাপল এর প্রাতিষ্ঠানিক লোগো গুলোতে দেখতে পায়। এটি যে কোন ধরনের ডিজাইন , চিহ্ন বা দৃশ্যমান কোন ইমেজ হতে পারে যা কোন কোম্পানীকে চিনতে সাহায্য করে।

                                
২/এবেস্ট্র্যাক্ট লোগো ঃ- এটি একটি নির্দিষ্ট সচিত্র লোগো। এই ধরনের লোগো গুলো সাধারনত শেপ টেক্সট  , ইমেজ, আকার , লেটার মার্ক বা চারটির সংমিশ্রনে তৈরী হতে পারে।
৩/মাসকট লোগোঃ- এই লোগোতে বিভিন্ন ক্যারেকটার ব্যবহৃত হয় যেমন  ছবির সাথে ওয়ার্ড বা সেন্টেন্স এটি ইলাস্ট্রেশন ভিত্তিক হয়ে থাকে। মাসকট লোগো এখনকার গেইমাররা বেশী ব্যবহার করে থাকে।
৪/কম্বিনেশন লোগোঃ- বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও ইমেজ এবং ওয়ার্ডের মিশ্রনের মাধ্যমে এই লোগোটি তৈরী করা হয় সহজ ভাষায় বললে এটির কোন নির্দিষ্ট্যতা নেই। । এটি  অন্যান্য লোগোর চেয়ে শক্তিশালী লোগো হিসেবে পরিচিত।যেমন বিশ্ববিখ্যাত PUMA বা মাইক্রোসফট এর লোগোটি।


৫/লেটার মার্ক লোগোঃ- নামেই বোঝা যায় এটি সাধারনত নির্দিষ্ট লেটার দিয়ে তৈরী করা হয়।এটিকে আবার মনোগ্রাম লোগো ও বলা হয়।পোশাক শিল্পের বৃহৎ ব্রান্ড এইচ এন্ড এম তাদের লোগোটি লেটার মার্কে করা। নিম্নে চিত্রে দেওয়া হল।










 

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.