সুইং লাইন কোয়ালিটি কন্ট্রোল পলিসি

একজন কোয়লিটি কন্ট্রোলারের এর জন্য সুইং লাইন কোয়ালিটি কন্ট্রোল পলিসি ।

স্ট্যান্ডার্ড অপারেটিং অব প্রসেস ঃ

১/ বায়ার অনুমোদিত প্রি-প্রোডাকশন স্যাস্পল।
২/ অনুমোদিত প্রোডাকশন ফাইল।
৩/ অনুমোদিত ট্রিমস্ কার্ড।
৪/ অর্ডার শীট

ক.
ফিট স্যাম্পল কমেন্টস।
প্রি-পোডাকশন  / রেড ট্যাগ সীল কমেন্টস।
অনুমোদিত স্কেস , স্পেসিফিকেশন , স্টিচিং বর্ণনা।
প্রি-পোডাকশন মিটিং কমেন্টস।
বায়ার আপডেট ই-মেইল যোগাযোগ।

খ.
লেবেল বর্ণনা।
ফটো।
লেন্থ এবং উইদ মেজারম্যান্ট।
পজিশন এবং অ্যাটাচ্ম্যান্ট এর বর্ণনা।

.
ফেব্রিক্স।
স্রিংকেজ টেস্ট রিপোর্ট।
জিএসএম রিপোর্ট।
শেড ব্লাংকেট রিপোর্ট।
রিস্ক্  এসেসম্যান্ট রিপোর্ট
পারচেজ অর্ডার শীট।
বাটন পুল টেস্ট রিপোর্ট।

ঘ.
প্যাকিং বর্ণনা।
প্রেসিং ইন্সট্রাকশন।
অল এক্সেসরিজ এটাচম্যান্ট ইন্সট্রাকশন।
ফোল্ডিং ইন্সট্রাকশন।
পলি প্যাক ইন্সট্রাকশন।

ঙ.
প্যাকেজিং ইন্সট্রাকশন।
ইনার কার্টন ।
মাষ্টার কার্টন।
শিপিং মার্ক।

চ.
মেশিন পার্টস রিপ্লেস।
নিডেল এবং থ্রোট প্লেট  রিপ্লেস।
ফেব্রিক্স অনুযায়ী ফিড ডগ এবং প্রেসার ফুট  রিপ্লেস।
ফোল্ডার  রিপ্লেস।

৫/ অনুমোদিত থ্রেড কালার , টিকেট নাম্বার , এবং এস  পি আই ‍নিশ্চিত করা।
৬/  কিউএ ম্যানেজার দ্বারা ফিনিশড প্যাটার্ন নিশ্চিত এবং সাইন করানো।
৭/ বান্ডেল ম্যানেজমেন্ট।
৮/ মকআপ তৈরী এবং ওয়ার্কার মেশিনে কিউআই টেবিলে ঝোলানো।
৯/ ওয়াশের পূর্বের মেজারম্যান্ট চেক।
১০/ ফ্রন্ট এবং ব্যাক পার্ট চেক। 
১১/ ইনসাইড এবং আউটসাউড চেক।
১২/ সম্পূর্ন গার্মেন্টস এর স্টাইল চেক।

ছ.
ওয়াশিং ইন্সট্রাকশন।
ওয়েট ওয়াশ।
ড্রাই ওয়াশ।

১৩/ ওয়াশের পর মেজারম্যান্ট চেক।
১৪/  স্রিংকেজ চেক।
১৫/ শেডিং চেক

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.