প্যাকিং এবং প্যাকেজিং কী?
গার্মেন্টস প্যাকিং এবং প্যাকেজিং পণ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি ক্রেতার মনোযোগ আকর্ষন করে থাকে বেশী।পণ্যের উপযুক্ত প্যাকিং বা প্যাকেজিং ডিজাইন পণ্যের উৎপাদনের সাথে সম্পৃক্ত।গার্মেন্টস উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদন ও ইন্সপেকশন শেষ হওয়ার পর গার্মেন্টসগুলো ভাঁজ করা হয় এবং পলি-প্যাক করা হয় একক বা একাধিক কিংবা ডজন অনুসারে, রঙ অনুসারে এবং আকারের অনুপাত অনুসারে।প্যাকিং এবং প্যাকেজিং পণ্যের মান সুরক্ষা, সংরক্ষন এবং নিরাপত্তার জন্য অত্যান্ত উল্লেখযোগ্য বিবেচ্য বিষয়।
✴প্যাকিংঃ- একটি পণ্যে এককভাবে মোড়কীকরন করাকে প্যাকিং বলে।
✴প্যাকেজিংঃ- একাধিক প্যাকিংকৃত পন্যে একসাথে বাক্সবন্দী করাকে প্যাকেজিং বলে।
প্যাকিং এর প্রকারভেদঃ- সাধারনত গার্মেন্টস প্যাকেজিং এর পূর্বে পলিব্যাগে মোড়কীকরন করা হয় এবং তা রেসিও অনুযায়ী মাস্টার কার্টনে বাক্সবন্দী করা হয়।প্যাকিং বিভিন্ন প্রকারের হতে পারে নিম্নে আলোচনা করা হল।
১. ইন্ডিভিজ্যুয়াল/সিঙ্গেল প্যাকিংঃ- একটি গার্মেন্টস এককভাবে পলিব্যাগে প্যাক করলে।
২. ব্লিস্টার/মাল্টি প্যাকঃ- রঙ ও সাইজ রেসিও অনুযায়ী একাধিক গার্মেন্টস পলিব্যাগে প্যাক করলে।
✸এছাড়াও আমরা ফোল্ডিং এর উপর নির্ভর করে বিভিন্ন প্যাক দেখতে পায়।
ক. স্ট্যান্ড আপ প্যাক ঃ ৯০° এ্যাংগেল
খ. ফ্লাট প্যাক ঃ স্পোর্টস ওয়্যার, শার্ট, ট্রাউজার
গ. হ্যাঙ্গার প্যাক ঃ ব্লেজার, কোটস, প্যান্টস
ঘ. সেমি স্টান্ড আপ প্যাক ঃ শার্ট
ঙ. হাফ ফোল্ড প্যাক ঃ প্যান্ট
প্যাকিং এর উদ্দেশ্যঃ-
ক. ফিজিক্যাল নিরাপত্তা এর জন্য।
খ. আত্নরক্ষামূলক নিরাপত্তা দেওয়া।
গ. ক্রেতার দৃষ্টি আকর্ষনের জন্য।
ঘ. পণ্যে সহজে বহন করার উদ্দেশ্যে।
ঙ. উপযুক্ত উপায়ে পণ্যে পরিবহন করতে।
চ. পণ্যের মান নিয়ন্ত্রনে রাখতে।
ছ. পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে।
জ. চালান প্রক্রিয়ায় ঝুঁকি কমাতে।
প্যাকিং এবং প্যাকেজিং এর সুবিধাঃ
অতিরিক্ত পলি ব্যাগ পোশাককে আকর্ষনীয় করে তোলে এবং ক্রেতার দৃষ্টি আকর্ষন বাড়ায়।
এটি পোশাকের বাহ্যিক এবং ভেতরকে নিরাপদ করে এবং সহজে হ্যান্ডেলিং করা যায়।
উন্নত উপস্থাপনার কারনে এটি পণ্যের বিক্রয় বাড়াতে সাহায্য করে।
প্যাকিং এবং প্যাকেজিং এর অসুবিধাঃ
এটি ব্যয় সাপেক্ষ।
অতিরিক্ত ম্যাটেরিয়ালস এর ব্যবহার।
অতিরিক্ত সময় ও শ্রম।
সিকোয়েন্স অব প্যাকিং এন্ড প্যাকেজিং
ফিনিশ্ড সেকশেন থেকে গার্মেন্টস রিসিভ করা
🠗
আয়রনিং
🠗
হ্যাং ট্যাগিং
🠗
ফোল্ডিং সাথে ব্যাক বোর্ড ও টিস্যুর ব্যবহার
🠗
পলি প্যাক
🠗
কার্টনিং
🠗
এ্যাডেসিভ টেপ ব্যবহার প্যাক এর উপর
🠗
বার কোড
🠗
ফিনিশ্ড প্যাক
প্যাকেজিং মূলত পলি প্যাকিং বা প্যাকিং ছাড়া গার্মেন্টস এর সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবহৃত কার্টন গুলোকে বোঝানো হয়।রপ্তানী পন্যে কার্টনবন্দী করে শিপমেন্টের জন্য প্রস্তত করা একটি গুরুত্বপূর্ন ধাপ যা সমস্ত কিছু বায়ার এর রিকোয়ারম্যান্ট অনুযায়ী করতে হয়।রপ্তানী পন্যে প্যাকিং করার পর প্যাকেজিং এর জন্য প্রস্তুত করতে হয় আর প্যাকেজিং এর জন্য প্রয়োজন হয় প্যাকিং বা প্যাকেজিং লিষ্ট এর।বায়ার যখন কোন অর্ডার কনফার্ম করেন অর্ডার শীট এর পাশাপাশি টেক প্যাক বা গার্মেন্টস ইন্সট্রাকশন শীট প্রদান করে থাকেন অথবা একজন মার্চেন্ডাইজার বায়ার এর সাথে যোগাযোগের মাধ্যমে প্যাকিং লিষ্ট তৈরীতে ভূমিকা রাখেন এবং পরবর্তীতে এই প্যাকিং লিষ্ট এর উপর নির্ভর করে যেমনঃ রঙ, সাইজ অনুযায়ী প্যাকিংকৃত গার্মেন্টস গুলোকে কার্টনে সাজানো হয়।একটি প্যাকিং কিংবা প্যাকেজিং লিষ্ট এডোব ফটোশপ বা এক্সেল শীটে তৈরী করা হয়ে থাকে।
✹রপ্তানীমূখী গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলোতে প্রধানত দুই ধরনের প্যাকিং লিষ্ট দেখা যায়।
১/ সলিড গার্মেন্টস প্যাকিং
ক. সলিড কালার সলিড সাইজ ঃ কার্টনে গার্মেন্টস এক কালার এবং এক সাইজের থাকে।
খ. সলিড কালার এসোর্ট সাইজ ঃ একই কালারের বিভিন্ন সাইজ।
২/ এসোর্ট গার্মেন্টস প্যাকিং
ক. এসোর্ট কালার সলিড সাইজ ঃ বিভিন্ন কালারের এবং সাইজ একটি।
খ. এসোর্ট কালার এসোর্ট সাইজ ঃ বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের।
উপরে উল্লেখিত প্যাকিং লিষ্ট অনুযায়ী গার্মেন্টসগুলোকে সাইজ, রঙ, রেসিও অনুযায়ী সাজানো হয় বিধায় এদেরকে আবার এসোর্টমেন্ট ও বলা হয়।বায়ারের প্যাকিং কিংবা প্যাকেজিং লিষ্ট এর রিকোয়ারমেন্ট অনুযায়ী পণ্যে প্রস্তুত করে তা শীপমেন্ট করা হয়।প্যাকিং লিষ্ট একটি গুরুত্বপূর্ন দলিল,প্যাকিং লিষ্ট ছাড়া কোন বায়ার কিউসি ফাইনাল ইন্সপেকশন করতে পারে না এবং কমার্সাল ডিপার্টমেন্ট এক্সপোর্ট ডকুমেন্ট সাবমিট করতে পারে না গার্মেন্টস শিপমেন্ট এর জন্য।
প্যাকিং লিষ্ট এর নমুনা
কার্টনিং এর প্রকারভেদ ঃ প্যাকিংকৃত গার্মেন্টস গুলোকে বাক্সবন্দী করা যায় তিনটি উপায়েঃ
ক. ১২ পিসে এক কার্টন
খ. ২৪ পিসে কার্টন
গ. ৩৬ পিসে এক কার্টন
কোন মন্তব্য নেই