মেজারম্যান্ট সম্পর্কে বিস্তারিত
গার্মেন্টস এর গুণগত মান নির্ণয় এর ক্ষেত্রে এর ওভারঅল বডি মেজারম্যান্ট বায়ার রিকোয়ারম্যান্ট অনুযায়ী যেন ঠিক থাকে তার জন্য একজন মার্চেন্ডাইজার থেকে শুরু করে কোয়ালিটি কন্ট্রোলার পর্যন্ত থাকতে হবে মেজারম্যান্ট টেপ এর উপর দক্ষতা এবং সূক্ষ জ্ঞান।
ইতিহাসঃ ১২ শতকের দিকে কিংবদন্তি ইংল্যান্ডের রাজা হেনরি প্রথম বলেছিলেন তার নাক থেকে তার প্রসারিত বুড়ো আঙ্গুলের দূরত্ব হল এক গজ। ১৪৫০ এর দিকে লিওন বাতিস্তা আলবার্টি বাতাসের গতি পরিমাপের জন্য অ্যানিমোমিটার আবিষ্কার করেন । ১৭১৪ সালের দিকে গ্যাব্রিয়েল ফারেনহাইট তাপমাত্রা পরিমাপের জন্য স্কেল আবিষ্কার করেন।তারপর ১৮২৪ এর দিকে গ্যালন স্ট্যান্ডার্ড পদ্ধতি শুরু হয়। ১৮৪৮ সালে লর্ড কেলভিন স্কেল আবিষ্কার করেন যেটিতে শুন্য ডিগ্রি অ্যাবচুলেট শুন্য।
১৭৭২ সালে জন ক্লেস প্রথম ওজনের যন্ত্র পেটেন্ট করেছিলেন এবং অ্যালভিন জে ফেলো ১৮৬৮ সালে একটি ক্লিক স্পিং টেপ পরিমাপের পেটেন্ট করেছিলেন। ১৯২৮ সালের দিকে বিকিরন পরিমাপের জন্য গিগার কাউন্টার আকিষ্কার হয়েছিলো এবং শব্দ পরিমাপের জন্য ১৯২৯ সালে ডেসিবল স্কেল আবিষ্কৃত হয়েছিলো।
মেজারম্যান্ট ঃ কোন বস্তুর দৈর্ঘ্য , প্রস্ত , উচ্চতা বা ওজনকে মেজারম্যান্ট বা পরিমাপ বলা হয়।
প্রকারভেদ ঃ মেজারম্যান্ট দুই প্রকারের।
১/ ডাইরেক্ট মেজারম্যান্ট ঃ যে বস্তুটি আপনি সরাসরি মেজারম্যান্ট করবেন তাকেই ডাইরেক্ট মেজারম্যান্ট বলে।
২/ ইন-ডাইরেক্ট মেজারম্যান্ট ঃ ইন-ডাইরেক্ট মেজারম্যান্ট বলতে কোন কিছু পরিমাপ করে তারপর অন্য কিছু পরিমাপ করা।
এপিসোড- ১
একটি মেজারম্যান্ট টেপ এ কত ইঞ্চি থাকে ?
= ৬০ ইঞ্চি 👈
একটি মেজারম্যান্ট টেপ এ কত মিটার থাকে ?
১ ইঞ্চি = ০.০২৫৪ মিটার
= ৬০" × ০.০২৫৪ মিটার
= ১.৫২৪ মিটার 👈
একটি মেজারম্যান্ট টেপ এ কত মিলিমিটার থাকে ?
১ ইঞ্চি = ২৫.৪ মিলিমিটার
= ৬০" × ২৫.৪ মিলিমিটার
= ১৫২৪ মিলিমিটার 👈
একটি মেজারম্যান্ট টেপ এ কত সেন্টিমিটার থাকে ?
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
৬০" × ২.৫৪
= ১৫২.৪ সেন্টিমিটার 👈
একটি মেজারম্যান্ট টেপ এ কত ফুট থাকে ?
১২" = ১ ফুট
= ৬০" ÷ ১২"
= ৫ ফুট 👈
একটি মেজারম্যান্ট টেপ এ কত ইয়ার্ড থাকে ?
৩৬" = ১ গজ
= ৬০" ÷ ৩৬"
= ১.৬৬ ইয়ার্ড 👈
একটি মেজারম্যান্ট টেপ এ কত ইউনিট থাকে ?
১" = ৮ ইউনিট
= ৬০" × ৮
= ৪৮০ ইউনিট 👈
এপিসোড- ২
এক ইঞ্চিকে ৮ ভাগে বিভক্ত করা।
১/৪" = ২ সুতা বা ৬ মিলিমিটার
৩/৮" = ৩ সুতা বা ৯.৫৩ মিলিমিটার
১/২" = ৪ সুতা বা ১৩ মিলিমিটার
৫/৮" = ৫ সুতা বা ১৫.৮৮ মিলিমিটার
৬/৮" = ৬ সুতা বা ১৯ মিলিমিটার
৭/৮" = ৭ সুতা বা ২২.২৩ মিলিমিটার
১ ইঞ্চি = ৮ সুতা বা ২৫.৪ মিলিমিটার
এপিসোড-৩
এক ইঞ্চিকে ১৬ ভাগে বিভক্ত করা।
১/১৬ ইঞ্চি = ১/২ ( হাফ সুতা বা ১.৫৯ মিলিমিটার )
৩/১৬ ইঞ্চি = ১. ১/২ ( দেড় সুতা বা ৪.৭৬ মিলিমিটার )
৫/১৬ ইঞ্চি = ২. ১/২ ( আড়াই সুতা বা ৭.৯৪ মিলিমিটার )
৭/১৬ ইঞ্চি = ৩. ১/২ ( সাড়ে তিন সুতা বা ১১.১১ মিলিমিটার )
৯/১৬ ইঞ্চি = ৪. ১/২ ( সাড়ে চার সুতা বা ১৪.২৯ মিলিমিটার )
১১/১৬ ইঞ্চি = ৫. ১/২ ( সাড়ে পাঁচ সুতা বা ১৭.৪৬ মিলিমিটার )
১৩/১৬ ইঞ্চি = ৬. ১/২ ( সাড়ে ছয় সুতা বা ২০.৬৪ মিলিমিটার )
১৫/১৬ ইঞ্চি = ৭. ১/২ ( সাড়ে সাঁত সুতা বা ২৩.৮১ মিলিমিটার )
কোন মন্তব্য নেই