ডিফেক্ট কাকে বলে? কত প্রকার ও কি কি?

গার্মেন্টস ডিফেক্ট


ডিফেক্ট ঃ ডিফেক্ট বলতে মূলত ত্রুটিকে বোঝানো হয় ,  টেক্সটাইল বা গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজে ডিফেক্ট হল অপূর্ণতা বা গার্মেন্টস পণ্যের অসম্পূর্ণতা যা পণ্যের গুণাগুন নষ্ট করে দেয় এবং সর্বোপরি পণ্যের বিক্রয় ক্ষমতাকে নষ্ট করে তাকেই ডিফেক্ট বলে।বায়ার সন্তুষ্টি অর্জনের জন্য পণ্যের গুণগত মান হওয়া চাই ১০০% নিখুঁত যার জন্য প্রয়োজন হয় কোয়ালিটিফুল কাঁচামাল এবং এরপরেই হচ্ছে উৎপাদন প্রণালীর তিনটি ধাপের বা ডিপার্টমেন্টের যেমন - কাটিং , সুইং এবং ফিনিসিং এর কাজের দক্ষতা যার উপর ‍নির্ভর করে পণ্যের ডিফেক্ট অনেকাংশে কমে যায়।





  প্রকারভেদ ঃ সাধারনত ডিফেক্ট দুই প্রকার।


১/  সুইং ডিফেক্ট ঃ যে সমস্ত ‍ডিফেক্ট গার্মেন্টস সুইং এর সময় সৃষ্টি হয় তাকে সুইং ডিফেক্ট বলে।

২/ নন-সুইং ডিফেক্ট ঃ যে সমস্ত ‍ডিফেক্ট গার্মেন্টস সুইং বাদে  ভুল বা অশুদ্ধ কাটিং, প্যাটার্ন , ফিনিশিং এবং কাঁচামালের উৎপাদনের সময় সৃষ্টি হয়  তাকে নন-সুইং ডিফেক্ট বলে।


১/  সুইং ডিফেক্ট লিষ্ট ঃ 

👉স্কীপ স্টীচ

👉ওপেন স্টীচ

👉স্টীচ লাইন-অিাউট

👉নিডেল মার্ক

👉অশুদ্ধ স্টীচ ডেনসিটি

👉আনইভেন স্টীচ

👉সীম পাকারিং

👉আনইভেন সীম

👉টুইষ্টিং

👉অশুদ্ধ স্টীচ টাইপ

👉ভুল সুতার কালার 

👉র এডজ

👉শেড ভ্যারিয়েশন

👉সাইজ মিসিং

👉গ্যাদারিং স্টীচ

👉ব্রকেন  স্টীচ

২/ নন-সুইং ডিফেক্ট লিষ্ট  ঃ

👉কাঁচামালের ত্রুটি

👉অশুদ্ধ কাটিং

👉অশুদ্ধ স্প্রেডিং 

👉অশুদ্ধ  মার্কার েমেকিং

👉ভুল নাম্বারিং

👉ভুল বান্ডেলিং

👉ভুল আয়রনিং

👉শাইনিং মার্ক

👉ক্রিজ মার্ক

👉হোল

👉ভুল এসোর্টমেন্ট

👉ভুল ফোল্ডিং

👉ভুল প্যাকিং


➤আবার পণ্যের কাঁচামাল থেকে ফিনিশড গার্মেন্টস তৈরীর প্রক্রিয়া সম্পূর্ন করা পর্যন্ত ডিফেক্টগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যেতে পারে যেমনঃ

১/ কনস্ট্রাকশন ডিফেক্ট

২/ কালার এবং শেডিং ডিফেক্ট

৩/ ফেব্রিক্স ডিফেক্ট

৪/ এক্সেসরিজ এবং ট্রিমিংস ডিফেক্ট

৫/ মেজারম্যান্ট ডিফেক্ট

৬/ প্যাকিং ডিফেক্ট

ডিফেক্ট এর শ্রেণীবিভাগঃ ডিফেক্ট এর প্রবলতা বা প্রখরতার উপর নির্ভর করে ডিফেক্টকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়।

১/ মাইনর

২/ মেজর

৩/ ক্রিটিক্যাল


চলমান.......

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.