জিএসএম / GSM কি?
জিএসএম
GSM- Gram Per Square Meter.যা দ্বারা বোঝায় প্রতি বর্গমিটার কাপড়কে গ্রামে প্রকাশ করাকে জিএসএম বলে। গার্মেন্টস উৎপাদনের পূর্বে ফেব্রিক্স এর GSM নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ন একটি ধাপ।বায়ারের নির্দিষ্ট কাপড়ের GSM এর উপর নির্ভর করে গার্মেন্টস উৎপাদন করতে হয়।GSM নির্ণয় করা যায় দুটি পদ্ধতিতে GSM কাটার দিয়ে এবং GSM কাটার ছাড়া।নিটিং থেকে শুরু করে শিপেমেন্ট পর্যন্ত পূর্বে অনেকবার GSM এর জন্য ফেব্রিক্স কাটা হত যার কারনে ফেব্রিক্স এর পাশাপাশি কোম্পানির অনেক লস হত তাই একে আনুপাতিক হারে কমিয়ে আনার জন্য এবং কাটার সুবিধার্থে বৃত্তে আকারে কাটা হয় GSM কাটার এর সাহায্যে।
প্রথমে আমরা জিএসএম কাটার ছাড়া কিভাবে GSM নির্ণয় করতে হয় তা দেখবো।
সূত্র ঃ ১
জিএসএম= —————————————————————————
১.৫+১.৭+১.৮+১.৬+২
= ———————————————— গ্রাম
৫
৮.৬
= ————————————
৫
=১.৭২ গ্রাম
মোট স্যাম্পল এরিয়াঃ- এবার মোট স্যাম্পল এরিয়া এখানে আমাদের লেন্থে ১২ সিএম এবং প্রস্থে ১২ সিএম দুটিকে গুণ করলে আমরা পাবো ১৪৪সিএম২
১.৭২
= ————————————————
মোট স্যাম্পল এরিয়া
১.৭২
= ————————————————
১২ সিএম ✗ ১২ সিএম
১.৭২
= ————————————————
১৪৪সিএম২
এখন এই সিএম স্কোয়ারকে আমাদের মিটারে নিয়ে যেতে হলে ১০০ দ্বারা ভাগ করতে হবে এবং যা ফলাফল হবে তা উপরে উঠে যাবে যেহেতু ১০০ নিচে ছিলো।
১.৭২
= ————————————————
১৪৪সিএম২ (১/১০০ মি.)২
১.৭২✗১০,০০০
= ————————————————
১৪৪
=১১৯ জিএসএম
এখন আমরা জিএসএম কাটার দিয়ে কিভাবে GSM নির্ণয় করতে তা দেখবো।
সূত্র ঃ ২
চলমান...............
কোন মন্তব্য নেই