কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য।

কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর 

 ✔️ উর্ধতন ব্যাক্তি/ কর্মচারি/ কর্মকর্তার নিকট থেকে কাজের প্লানিং বুঝে নেওয়া।

✔️ কাজের প্রক্রিয়া এনালাইজ করা।

 ✔️ স্প্রেডিং পদ্ধতির কোয়ালিটি চেক করা।


 ✔️ স্প্রেডিং দেওয়ার সময় ফেব্রিক্সস্ ডিফেক্ট গুলো মার্ক করা এবং শেডিং চেক করা।

✔️লে হাইট এবং কাটিং কোয়ালিটি চেক করা।

✔️ হার্ড প্যাটার্ন দ্বারা টপ, মিডিল নীচের প্লাই চেক করা।

✔️কাট প্যানেল সঠিকভাবে নাম্বারিং বান্ডেলিং হয়েছে কিনা চেক করা।

✔️ ফেব্রিক্স এর বিভিন্ন ত্রুটি সম্পর্কে অবহিতকরন।

✔️ ডিফেক্ট সম্পর্কে সুপারভাইজারকে অবগত করা এবং সমাধান করা।

✔️ মার্কার ফেব্রিক্স এর লেন্থ উইদ অনুযায়ী সঠিক আছে কিনা পরিদর্শন করা।

✔️ মার্সেন্ডাইজিং ডিপার্টমেন্ট এর রিকোয়ারমেন্ট অনুযায়ী কাটিং প্রডাকশান পরিমানের নির্ণয় করা।

✔️ প্রিন্টিং কালার, সাইজ, মেজারমেন্ট, প্রিন্টিং পজিশন, স্পট প্রিন্টিং কোয়ালিটি সোয়াচ অনুযায়ী চেক করা।

✔️ কাটিং প্রডাক্টিবিটি নিশ্চিতকরন।

✔️ সঠিকভাবে রিপোর্ট তৈরী করে সংশিষ্ট সুপারভাইজারকে অবশ্যই অবগত করা।

✔️ ১০০% কাট প্যানেলের ফেব্রিক্সস্ কোয়ালিটি সঠিকভাবে চেক করা।

 ✔️ডিফেক্টস্ পার্টগুলো একই নাম্বারের রোল থেকে রিপ্লেস করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।

 ✔️এমব্রয়ডারী স্টিচিং, মেজারমেন্ট, পজিশন, নিডিল হোল, লুজ/আনকাট থ্রেড কালার, ব্রোকেন, থ্রেড চেক করা।

 ✔️ রিপোর্ট তৈরী করে অবশ্যই সংশ্লিষ্ট সুপারভাইজারকে অবগত করা।


কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.