কস্ট অব ম্যানুফ্যাকচারিং/ মেকিং কি?

রপ্তানীমূখী শিল্পতো বটে দেশীয় টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ গুলোর জন্য Cost of Manufacturing / Making একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক গার্মেন্টস মার্চেন্ডাইজারের সঠিক কস্ট অব ম্যানুফ্যাকচারিং সম্পর্কে ভালো ধারনা থাকা বাঞ্ছনীয়। কস্ট অব ম্যানুফ্যাকচারিং এর সাথে চারটি বিষয় জড়িত থাকে যেমনঃ 

১/ মোট খরচ = ফিক্সড কস্ট + ভ্যারিয়েভল কস্ট

২/ প্রতিদিনের কর্মঘন্টা

২/ প্রতি ঘন্টায় প্রোডাকশন্ ক্যাপাসিটি

৪/ মাসিক কর্মদিবস



ফিক্সড কস্টঃ ফিক্সড কস্ট বলতে সে সমস্ত খরচ গুলোকে বোঝায় যা গার্মেন্টস উৎপাদনের সময়ে স্থির বা স্থায়ী থাকবে। যেমন ঃ বেতন , ব্যাংক লোন ইন্টারেষ্ট , কারখানা ভাড়া।

ভ্যারিয়েভল কস্টঃ ভ্যারিয়েভল কস্ট বলতে সে সমস্ত খরচ গুলোকে বোঝায় যা গার্মেন্টস উৎপাদনের সময়ে পরিবর্তনশীল বা স্থায়ী থাকবেনা। যেমন ঃ ইলেকট্রিসিটি বিল , যানবাহন খরচ ইত্যাদি।


 প্রতিদিনের কর্মঘন্টা ঃ প্রতিদিনের কর্মঘন্টা বলতে দৈনিক ৮ ঘন্টাকে বোঝায়।


প্রতি ঘন্টায় প্রোডাকশন্ ক্যাপাসিটি ঃ প্রোডাকশন্ ক্যাপাসিটি হল প্রতি ঘন্টায় কত পিস গার্মেন্টস উৎপাদনের সক্ষমতা আছে তা যাচাই করা।


মাসিক কর্মদিবস ঃ সাধারনত ২৬ দিনে মাসিক কর্মদিবস হয়।অর্থ্যাত কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান থাকে শুক্রবার বাদ দিয়ে ।

মনে করি,

ইফা এ্যাপারেলস এর একটি সার্বিক চিত্রঃ

প্রতি মাসে খরচ ৩৫০০০০ লক্ষ টাকা

কারখানার মোট মেশিন ৭৫

একপিস গার্মেন্টস তৈরী করতে মেশিন প্রয়োজন ২২

লে-আউট অনুযায়ী প্রতি ঘন্টায় প্রোডাকশান ২২০

মোট কার্যদিবস ২৬

মোট কার্য ঘন্টা ৮



                কারখানার মোট খরচ × মোট মেশিন সংখ্যা ( এক পিস গার্মেন্টস এর জন্য )

     =———————————————————————————————————

     মোট মেশিন × মোট ওয়ার্কিং ডে × মোট ওয়ার্কিং আওয়ার্স × টার্গেট প্রোডাকশন(প্রতি ঘন্টায়)
     
               ৩৫,০০,০০০ × ২২
 = ———————————————
           ৭৫ × ২৬ × ৮ × ২২0


           ৭৭০০০০০০
=   —————————
           ৩৪,৩২০০০

= ২২.৪৩ টাকা প্রতি পিস গার্মেন্টস তৈরীতে খরচ
=( ২২.৪৩ × ১২ ) ডজন
= ২৬৯.১৬ টাকা প্রতি ডজন
=  ২৬৯.১৬ ÷ ৮৬( $১ ডলার সমান ৮৬ টাকা ) 
= $৩.১২ ডলার প্রতি ডজন

  সুতরাং প্রতি ডজন গার্মেন্টস তৈরীতে খরচ হবে ৩.১২ ডলার।

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.