ইয়ার্ন এবং থ্রেডের মধ্যে পার্থক্য?


ইয়ার্ন এবং থ্রেডের মধ্যে পার্থক্য?

থ্রেড হল তুলা, নাইলন বা অন্যান্য ফাইবারগুলির একটি দীর্ঘ, পাতলা স্ট্র্যান্ড যা আমরা সেলাইয়ের জন্য ব্যবহার করি অন্যদিকেে ইয়ার্ন হল পেঁচানো প্রাকৃতিক বা কৃত্রিম ফাইবারগুলির একটি অবিচ্ছিন্ন স্ট্র্যান্ড।

ইয়ার্ন ঃ

👉 ইয়ার্ন যা নিটিং  এবং উইভিং প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিক তৈরীতে ব্যবহার করা হয়।

👉 এটি থ্রেডের চেয়ে সফট ।

👉 এটি থ্রেড উপেক্ষা চিকন ।

👉 সাধারনত ইয়ার্নে প্লাই এর সংখ্যা একের অধিক হয়না ।

👉 ইয়ার্নের উৎস প্রাকৃতিক এবং কত্রিম দুটোই ।

👉 সাধারনত থ্রেডের তুলনায় ভারী হয় ।

👉 গ্রে ফেব্রিক তৈরীতে ব্যবহৃত হয় ।

👉 এটি ফাইবারের লম্বালম্বি দৈর্ঘ্য ।




থ্রেডঃ

👉 দুই বা ততোধিক ফাইবারের দৈঘ্যের পাকানো বস্তু ।

👉 ফেব্রিক্স বা গার্মেন্টস জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ।

👉 ইয়ার্নের চেয়েও শক্ত হয় ।

👉 ইয়ার্নের তুলনায় হালকা ।

👉 সেলাই , এমব্রয়ডারি ,  এর ক্ষেত্রে ব্যবহার বেশী ।

👉 থ্রেড তৈরী হয় ইয়ার্ন থেকে ।

কোন মন্তব্য নেই

Deejpilot থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.